২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
- ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ’ থেকে আরো ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে
২৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখে?
ক. ২ মার্চ খ. ২৬ মার্চ
গ. ১৭ মার্চ ঘ. ৭ মার্চ
২৫। ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?
ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ১৭ মার্চ
২৬। পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?
ক. অপারেশন রিবেল হান্ট
খ. অপারেশন জ্যাকপট
গ. অপারেশন সার্চ লাইট
ঘ. অপারেশন এন্টি ফ্রিডম
২৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় ছিল?
ক. আরবি খ. বাংলা
গ. উর্দু ঘ. ইংরেজি
২৮। ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৭ এপ্রিল খ. ১০এপ্রিল
গ. ১ এপ্রিল ঘ. ১৫ আগস্ট
২৯। ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৬ ডিসেম্বর
খ. ৭ ডিসেম্বর
গ. ২৪ জানুয়ারি
ঘ. ১৪ আগস্ট
৩০। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়-
ক. ১০ এপ্রিল
খ. ১১ এপ্রিল
গ. ১৭ এপ্রিল
ঘ. ১০ জুন
৩১। কে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. মনসুর আহমেদ
ঘ. তাজউদ্দীন আহমদ
৩২। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন-
ক. এ এইচ এম কামরুজ্জামান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোশতাক আহমেদ
ঘ. এম মনসুর আলী
৩৩। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. জেনারেল নিয়াজী
খ. কর্নেল এম এ জি ওসমানী
গ. মেজর জিয়াউর রহমান
ঘ. খন্দকার মোশতাক আহমেদ
৩৪। মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয় ছিল-
ক. ৪টি খ. ৬টি
গ. ১০টি ঘ. ১২টি
৩৫। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল পুনরায় কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ১১ টি খ. ১০ টি
গ. ৫টি ঘ. ৪ টি
৩৬। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার ব্রিগেড ফোর্স গঠন করে-
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
উত্তর : ২৩. খ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ক, ৩০. গ, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. ক।